• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় ৩টিতে স্বতন্ত্র ও ১টিতে নৌকা বিজয়ী

  • সমগ্র বাংলা
  • ০৮ জানুয়ারী, ২০২৪ ১৪:৩৪:৩৬

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৪ টি আসনের মধ্যে ৩টি আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র ও একটি আসনে নৌকা বিজয়ী হয়েছেন। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২শত ৭৪ ভোট পেয়ে বিজয়ী। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতীক নিয়ে নাজমুল হুদা পেয়েছেন ৫৩ হাজার ১শত ০৫ ভোট আর নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি আ কা ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ৪৮ হাজার ৯শত ৬১টি ভোট।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ১লক্ষ ১৫ হাজার ৭শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান এমপি মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪শত ৪৫ ভোট। কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ১ লক্ষ ২৭ হাজার ৮শত ০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনু বিভিন্ন অভিযোগ এনে ভোট স্থগিতের আবেদন করে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ১শত ৮১ ভোট। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই

আসনে নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১শত ১১ ভোট।

মন্তব্য ( ০)





  • company_logo