• সমগ্র বাংলা
  • লিড নিউজ

পঞ্চগড়ে বিএনপি,জাতীয় পার্টি থেকে ৩'শত নেতা- কর্মীর আ.লীগে যোগদান

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৭:৩৩

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতা- কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান উন্নয়নের ধারাবাহিকতার সাথে যুক্ত হতে এবং নিজেকে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী পরিচয় দিতে তাদের এই যোগদান বলে জানান তারা। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ২নং পামুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজ মানুষ বুঝতে শিখেছে। আমার বিশ্বাস হচ্ছে না, একসাথে এতমানুষ অন্য দল থেকে প্রিয় দলের সাথে যুক্ত হলেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে মানুষকে সাহায্য করেছেন এবং তাদের পাশে থেকেছেন, তারই ফল এটা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিভূষন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানাত জামান চৌধুরী জর্জ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।

মন্তব্য ( ০)





  • company_logo