• সমগ্র বাংলা

নজরুল উৎসব নড়াইল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • সমগ্র বাংলা
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৪:২৫

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নজরুল উৎসব নড়াইল-২০২৩ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও অগ্নিবীণার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ.এফ.এম হায়াতুল্লাহ।

বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,সিটি কলেজের অধ্যাপক মলয় কান্তি নন্দী, নড়াইল পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এ্যাডঃ কাজী বশিরুল হক, যশোরের সাপ্তাহিক পত্রিকা সোনালী দিনের প্রকাশক সম্পাদক এইচ এম আহসান বিপ্লব নড়াইল অগ্নিবীনার সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম সিরাজ। মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। বক্তারা বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সাম্যের কবি।কবি নজরুল ইসলামের সৃৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমতা,সম্প্রীতি এবং  ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ্একযোগে কাজ করতে হবে।

এ অনুষ্ঠানে বাঁশরী’র শিল্পীরা সঙ্গীত এবং কার্পাসডাঙ্গা নজরুল স্¥ৃতি সংসদের শিল্পীরা নাটক নীলকুঠি পরিবেশন করেন।বাঁশরী ও অগ্নিবীণিার কর্মকর্তা-সদস্যগন, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও নজরুল প্রেমিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo