• সমগ্র বাংলা

দিনাজপুরে শুরু হয়েছে আনোয়ারুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • সমগ্র বাংলা
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৮:৫৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শুরু হয়েছে আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিয়েছে রংপুর রাজশাহী বিভাগেরসহ ১০ জেলার ১৬ টি ফুটবল দল। আজ শনিবার বিকালে স্হানীয় গোর এ শহীদ বড় ময়দানে বেলুন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদি হাসান। এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোসাদ্দেক হুসেন,  যুগ্ম আহবায়ক মোছাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সদস্য সচিব সপু আহমেদ, দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম,  উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারসহ অন্যান্যরা।

উদ্বোধনী খেলায় ১-০ গোলের ব্যবধানে জয়পুরহাটের পাকার মাথা দলকে পরাজিত করে জয় পায় দিনাজপুর সদরের   ৫নং শশরা ইউনিয়নের জেআরএফসি দল। 

প্রতিযোগিতায় অংশ নেবে ঠাকুরগাঁও জেলার  এসআর এফসি দল,রংপুরের স্যান্টোস ক্লাব, একই জেলার পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী, পাবনার পাকশী খেলোয়াড় কল্যান সমিতি, নাটোর জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর মিহির স্পোটিং ক্লাব, বগুড়ার রেইন গ্রুপ, কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাব, চুয়াডাঙ্গা জেলা দল, স্বাগতিক দিনাজপুরের ফুলবাড়ীর ডাব্লিউএফসি, জেলা সদরের হোটেল কনকর্ড, শের-এ-বাংলা ক্লাব এবং বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্হার ফুটবল দল।

চুড়ান্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ আড়াই লাখ টাকা এবং রানার আপ দলকে ট্রফিসহ দেড়লাখ টাকা প্রাইজ মানি উপহার দেবে টুর্নামেন্ট কমিটি। মরহুম আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি ছিলেন এবং জটিল রোগের অপারেশনের সময় ভারতে ইন্তেকাল করেছিলেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo