• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক স্হানে ৪ লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৬:৫৯

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ ২জন নিহত এবং পৃথক স্হানে আরো ২জন বৃদ্ধ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।  আজ সোমবার ওই ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে,   আজ সোমবার সন্ধ্যায় বিরলের বানিয়াপাড়া বাজারের কাছে মোটর সাইকেলের ধাক্কায় ভবানীপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী শেফালী বেগম (৩৫) নিহত হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা জানান, রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আহত নারীকে মৃত বলে ঘোষনা করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। এর আগে সকালে মামার সাথে মোটর সাইকেলে চড়ে মাদ্রাসায় যাবার সময় হাকিমপুরের ডাঙ্গাপাড়ায় ঘাতক ট্রাক্টরের চাকা নিহত হয়েছে ৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুন নাইমার। নিহত শিশু জানাতুন নাঈমা (৮) জেলার বিরামপুরের দিওড় ইউনিয়নের বলখুরগ্রামের  মােজাম্মল হকের মেয়ে। সে হাকিমপুরের পাউশগাড়া ফাজিল মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে পড়তো।

হাকিমপুর থানা ইন্সপেক্টর তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, এসময় আহত মোটর সাইকেল চালক মামা মনিরুজ্জামান (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্হা আশংকাজনক। এদিকে সকালে দিনাজপুরের পাবর্তীপুরে সাহেবপাড়া জামে মসজিদের পাশের একটি পুকুরে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে প্রায় ৮০ বছর বয়সি অজ্ঞাত পরিচয় একজন ভিক্ষুকের প্রাণ হানি ঘটেছে।

পাবর্তীপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক সাজিদুল ইসলাম জানান,  পাড়ে ব্যাগসহ অন্যান্য সামগ্রী রেখে পুকুরে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে মারা গেছে অজ্ঞাত পরিচয় ভিক্ষুক। এছাড়াও সন্ধ্যার দিকে  দিনাজপুর রংপুর মহা সড়কের জেলা সদরের ৭ মাইল এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় একজন মধ্য বয়সি (৬৫) নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

কোতয়ালী থানায় উপ পরিদর্শক ইমান আলী জানান, গত দুইদিন ধরে অজ্ঞাত পরিচয় ওই নারীকে এলাকায় চলাফেরা করতে দেখেছিল স্হানীয়রা। তার মৃত্যুর কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo