• শিক্ষা

এইচএসসি পরীক্ষা, দিনাজপুরের শিক্ষাবোর্ডে ছাত্রীর সংখ্যা বেশী

  • শিক্ষা
  • ১৭ আগস্ট, ২০২৩ ১০:৫২:০৪

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের রংপুর বিভাগের ৮ জেলায় চলতি এইচএসসি পরীক্ষায় ৬৬৩টি কলেজ থেকে অংশ নিচ্ছে ১লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে মানবিকে ৭৪ হাজার ৫২জন, বিজ্ঞানে ২৬ হাজার ২৯১জন এবং ব্যবসা বানিজ্য বিভাগে অংশ নিচ্ছে ১০ হাজার ৫৪৭ জন ছাত্র ছাত্রী।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কিছুটা বেশী।শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮৫২জন বেশী। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ৩৭১ জন এবং ছাত্রের সংখ্যা ৫৪ হাজার ৫১৯জন। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্নে ৮ জেলায় ২০৫টি কেন্দ্র খুলেছেন তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo