• সমগ্র বাংলা

২ এপিবিএন এর তৎপরতায় ১০ টি হারানো মোবাইল ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • ১৩ আগস্ট, ২০২৩ ১৮:১৭:৩৪

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)  অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে দেশের বিভিন্ন জেলা ও থানার জিডি  দেখে ময়মনসিংহ, ফুলপুর,মুক্তাগাছা থানা মোলভীবাজার সদর থানা,মানিকগঞ্জ জেলার ঘিওর থানা, পাবনা সদর থানার,ঢাকা দক্ষিনখান থানা ও শেরপুর সদর থানা থেকে  হারানো মোবাইলেরর জিডি সংগ্রহ করে

এপিবিএন হেডকোয়ার্টার্সএর এলআইসি শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা কর্তৃক সর্বমোট ১০ (দশ) টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করে।  বিকাশ নাম্বার ০১৭৩২৭৯২২৪৮  হতে ভুলক্রমে ০১৭৭৭২৮৫৯৫৮ নাম্বারে ১৪,১৪০/- (চৌদ্দ হাজার একশত চল্লিশ) টাকা চলে গেলে ২ এপিবিএন এর সাইবার টিম (মেটা-১) কর্তৃক ০১৭৭৭২৮৫৯৫৮ নাম্বারের মালিকের সাথে কথা বলে ১৪,১৪০/- (চৌদ্দ হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক নিজ হাতে আজ ১৩ আগস্ট ২০২৩ তারিখ প্রকৃত মালিকদের বুঝিয়েদেন।

মন্তব্য ( ০)





  • company_logo