• আন্তর্জাতিক
  • লিড নিউজ

শিগগির এরদোগানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন পুতিন-জেলেনস্কি

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০১ জুন, ২০২৩ ১৮:৫৯:০৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে দেশটিতে সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর ডেইলি সাবাহর।

হুররিয়াতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ও কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির বিষয়ে আলোচনা করবেন এই দুই নেতা। চুক্তিটি ইউক্রেনের কৃষ্ণসাগরের তিনটি বন্দর থেকে নিরাপদ যুদ্ধকালীন খাদ্যদ্রব্য, প্রধানত শস্য রপ্তানির অনুমতি দেয়। অনিচ্ছা সত্ত্বেও শস্য চুক্তির মেয়াদ আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে মস্কো, তবে নিজেদের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে তারা।

জাতিসংঘ বলছে, শস্যচুক্তি ব্যর্থ হলে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক এলাকা ক্ষতির মুখে পড়বে। এসব দেশের অনেক মানুষ ইউক্রেনের গম, বার্লি, সবজি ও তেলের ওপর নির্ভরশীল। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘের কর্মকর্তারা ইস্তান্বুলে একটি যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) তৈরি করেছে, যা কৃষ্ণসাগর রপ্তানি চুক্তি বাস্তবায়ন করে থাকে। 

মন্তব্য ( ০)





  • company_logo