• অপরাধ ও দুর্নীতি

বাঁশাখালীতে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করায় জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৫ মার্চ, ২০২৩ ১৯:৪৮:৩৬

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রাম: বর্তমান সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে দ্রব্য মূল্যের চড়া দাম। পবিত্র রমজান মাসে প্রায় প্রতিটি পন্যের এমন চড়া দাম বহণ করতে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষকে হিমসিম খেতে হচ্ছে। এবার নির্ধারিত মূল্যের বাইরে পণ্যের বিক্রির দায়ে চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্টানকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অদ্য ২৫মার্চ, দুপুর ২.০০ ঘটিকা হতে ৩.৪৫ ঘটিকা পর্যন্ত  বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও চেচুরিয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  হয়।

এই সময় মূল্য তালিকা সংরক্ষণ  না করায়, নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য পণ্য বিক্রি করায়, অস্বাস্থ্যকর পরিবেশে নর্দমার পাশে রান্নাঘর স্থাপন ও খাবার পরিবেশন করায়, ড্রাগ লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মুদি দোকান, ফার্মেসী, খাবার হোটেলসহ ১০টি প্রতিষ্ঠানের ১০ জন ব্যক্তিকে ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা জরিমানা করা হয়।  এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ  করে সটকে পড়ে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানায়, জনস্বার্থে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo