• অপরাধ ও দুর্নীতি

৭১০ পিস ইয়াবা ও ৭০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ মার্চ, ২০২৩ ০৯:৫৭:১৭

ছবিঃ সিএনআই

কাফি খান,ময়মনসিংহঃ ২ আমর্ড পুলিশ ব্যটালিয়ান (এপিবিএন), মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে গত ১৮/০৩/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন কানা পাড়া এলাকায় অবস্থানকালে রাত ৮:৪০ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার, ০৫নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী- আবু মে ওরফে ভূমি (৪৩), স্বামী-নিমু প্রু মারমা, পিতা-কালা মং, মাতা-মাসিং মে, সাং-মধ্যম পাড়া নদীর পাড়, মধ্যম পাড়া, ৫নং ওয়ার্ড।

বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, আবু মে ওরফে ভূমি এর বসতঘরে রাত ৯:৩০ নারী কনস্টেবল’দ্বয়ের মাধ্যমে আসামীর হেফাজত হইতে ৭১০ (সাতশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ (সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করে।

মন্তব্য ( ০)





  • company_logo