
ছবিঃ সিএনআই
কাফি খান,ময়মনসিংহঃ ২ আমর্ড পুলিশ ব্যটালিয়ান (এপিবিএন), মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে গত ১৮/০৩/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন কানা পাড়া এলাকায় অবস্থানকালে রাত ৮:৪০ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার, ০৫নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী- আবু মে ওরফে ভূমি (৪৩), স্বামী-নিমু প্রু মারমা, পিতা-কালা মং, মাতা-মাসিং মে, সাং-মধ্যম পাড়া নদীর পাড়, মধ্যম পাড়া, ৫নং ওয়ার্ড।
বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, আবু মে ওরফে ভূমি এর বসতঘরে রাত ৯:৩০ নারী কনস্টেবল’দ্বয়ের মাধ্যমে আসামীর হেফাজত হইতে ৭১০ (সাতশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ (সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করে।
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে...
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত ...
স্পোর্টস ডেস্কঃ ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন ...
মন্তব্য ( ০)