• আন্তর্জাতিক
  • লিড নিউজ

টানেলে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৬:১৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পানির নিচ দিয়ে পৃথীবীর সবচেয়ে দীর্ঘ টানেল নির্মাণ করতে যাচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক ও জার্মানি। সিএনএন জানায়, বাল্টিক সাগরের প্রায় ১৩১ ফুট নিচ দিয়ে নির্মিত হবে এই টানেল।

১৮ কিলোমিটার দীর্ঘ এই টানেলের মাধ্যমে যুক্ত হবে দেশ দুটো। ২০২০ সালে টানেলের কাজ শুরু হয়েছে এবং ২০২৯ সালে এই টানেল জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে তাদের। ফলে যাতায়তের সময় অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ফেহমার্ন প্রণালীর নিচ দিয়ে নির্মিতব্য এই টানেল দিয়ে ট্রেনে করে জার্মানি থেকে ডেনমার্কে যেতে সময় লাগবে মাত্র ৭ মিনিট এবং গাড়িতে করে লাগবে ১০ মিনিট। বর্তমানে ফেরিতে করে এই দূরত্ব পার করতে সময় প্রয়োজন হয় ৪৫ মিনিট। যাতায়তে এই আধঘন্টা সময় বাঁচলে তা দু দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে।

পানির নিচ দিয়ে পার হওয়ার জন্য সাগরের তলদেশে বসানো হবে ৮৯ টি বিশাল আকৃতির টানেল সেকশন। ফলে খনন কাজের ব্যাপ্তি কম এই নির্মাণ কাজে। টানেলটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার কোটি টাকা।বিশাল এই কর্মযজ্ঞে সরাসরি কাজ করছেন আড়াই হাজার মানুষ।

মন্তব্য ( ০)





  • company_logo