• তথ্য ও প্রযুক্তি

যান্ত্রিক ত্রুটির কারণে নাসার চন্দ্র অভিযান স্থগিত

  • তথ্য ও প্রযুক্তি
  • ৩০ আগস্ট, ২০২২ ২১:১৯:৪২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অ্যাপোলো ১১ অভিযানের ৫০ বছর পর চাঁদে রকেট পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েও শেষ মুহূর্তে সময় পেছাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

রয়টার্স জানায়, ইঞ্জিনে সমস্যার কারণে অন্তত চার দিনের জন্য স্থগিত করা হয়েছে আর্টেমিসের চন্দ্র অভিযান। স্থানীয় সময় সোমবার সকালে রকেট উৎক্ষেপণকারী স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) প্রধান ইঞ্জিনগুলোর একটিতে একটিতে ত্রুটি দেখা দেয়। এই ইঞ্জিনটি মূলত উচ্চগতির কারণে রকেট গরম হয়ে গেলে ইঞ্জিনগুলোকে ঠান্ডা রাখে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এটি প্রত্যাশা অনুযায়ী ইঞ্জিনকে ঠান্ডা করতে পারছিল না।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে ৩২ তলা উঁচু রকেট ও এর ওরিয়ন ক্যাপসুলটি উৎক্ষেপণের জন্য অপেক্ষায় রয়েছে। রকেটের উৎক্ষেপণের জন্য নতুন তারিখ ঘোষণা করেনি নাসা। তবে তারা বলেছে আগামী শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় দফায় চেষ্টা করবে তারা।

তবে নির্ধারিত সময়ে উৎক্ষেপণ সম্ভব হবে কিনা তা নির্ভর করছে প্রকৌশলীরা কত দ্রুত ইঞ্জিনের সমস্যাটি সারিয়ে তুলতে পারবেন তার উপর। আপাতত পরবর্তী উৎক্ষেপণের সম্ভাব্য সময় ৫ সেপ্টেম্বর (সোমবার)।

মন্তব্য ( ০)





  • company_logo