• আন্তর্জাতিক
  • লিড নিউজ

শ্রীলঙ্কায় ভিড়ছে চীনের জাহাজ

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২২ ১৫:৫৩:৪৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগ সত্ত্বেও চীনের বিতর্কিত জাহাজকে নোঙ্গর করার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে হাম্বানটোটার বন্দরে পৌঁছাবে চীনের জাহাজটি।

ইউয়ান ওয়াং ৫ জাহাজটিকে গবেষণা ও জরিপের কাজে ব্যবহৃত জাহাজ চলে দাবি করে আসছে চীন। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অনুসারে, এটি গুপ্তচরবৃত্তির কাজেই ব্যবহার করবে চীনারা। আল-জাজিরা জানায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জাহাজটি হাম্বানটোটা বন্দরে থাকবে।

স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক রিজার্ভ হারিয়ে দেউলিয়া দেশটি প্রকট জ্বালানি ও অর্থনৈতিক সংকটে ভুগছে।

অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভের পর সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে তার স্থলাভিষিক্ত হন রানিল বিক্রমাসিংহে। এরই মাঝে চীন ও ভারত উভয়ই তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে শ্রীলঙ্কায়।

এ বছর অন্যান্য সব দেশের তুলনায় শ্রীলঙ্কাকে বেশি সহায়তা দিয়েছে ভারত। তবে তাদের আশঙ্কা, চিরপ্রতিদ্বন্দ্বী চীন সামরিক ঘাঁটি তৈরির জন্য হাম্বানটোটা বন্দর ব্যবহার করতে চায়।

মন্তব্য ( ০)





  • company_logo