• অপরাধ ও দুর্নীতি

পাবনায় প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৮ আগস্ট, ২০২২ ১৯:৫৭:৩৫

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনা র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গত রোববার (০৬ আগস্ট) তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে মো. সোহেল রানা (৩৬) নামের পুলিশ কর্মকর্তা পরিচয় প্রদানকারী এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতার প্রতারক রাজশাহী জেলার চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

গ্রেফতারের সময় আসামীর নিকট থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড ও নগদ ১৩০০ টাকা উদ্ধার করে।

র‌্যাব জানায়, আসামী সোহেল রানা বিভিন্ন মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ডে পুলিশ ও র‌্যাবের ডিআইজি/এসপি’র নাম ও ছবি গুগল এ্যাকাউন্টে সেট করে আইকোন এ্যাপসের মাধ্যমে পুলিশ অফিসার পরিচয় দিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

আসামীর বিরুদ্ধে পাবনার চাটমোহর থানায় প্রতারণা মামলায় এজাহার দায়ের করা হয়েছে।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo