
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফল সেমিস্টারে (২০২২) ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেবে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। বুধবার (২৫ মে) থেকে শুরু হবে এই অ্যাপয়েন্টমেন্ট।
মঙ্গলবার (২৪ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন দূতাবাস বুধবার থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। অফিস চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট।
যারা ভিসার জন্য অ্যাপয়েনমেন্ট পেতে চান, তাদের অবশ্যই ডিএস-১৬০ আবেদন পূরণ, সেভিস ফি জমা, ইস্টার্ন ব্যাংকের ৫৯টি ব্রাঞ্চের যে কোনো একটিতে ভিসা ফি দিতে হবে। এছাড়া ভিসার আবেদনের জন্য ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করতে হবে।
যুক্তরাষ্ট্রে ফল সেমিস্টারের ক্লাস সাধারণত আগস্টে শুরু হয়। শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে পারেন যুক্তরাষ্ট্রে। আর যারা ফুল ফান্ডেড অ্যাডমিশন পায়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্লাস শুরু হওয়ার কমপক্ষে ১০ দিন আগে যেতে হয়।
এর আগে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভিসার অ্যাপয়েনমেন্ট পাচ্ছিলেন না।
নিউজ ডেস্কঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের উদ্দেশ্যে মাওয়া...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের উত্তর হালিশহরে একটি তিনতলা ভবনের ...
নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টা পরই উদ্বোধন করা হবে স্বপ্...
নিউজ ডেস্কঃ সিলেটে অসহায় বন্যার্তদের পাশে মানবিক সহা...
মন্তব্য ( ০)