• কূটনৈতিক সংবাদ

নিষেধাজ্ঞা মস্কোকে তার পররাষ্ট্র নীতি বদলাতে বাধ্য করতে পারবে না: রুশ দূত

  • কূটনৈতিক সংবাদ
  • ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৬:০৯

নিউজ ডেস্কঃ পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব বিশ্ব বাজারে পড়বে আর মার্কিনিদের সমৃদ্ধিকেও প্রভাবিত করবে তবে এটা মস্কোকে তার পররাষ্ট্র নীতি বদলাতে বাধ্য করতে পারবে না। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনোভ। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি তার এই উদ্ধৃতি প্রকাশ করেছে।

আনাতোলি অ্যান্তোনোভ বলেন, ‘সন্দেহ নেই আমাদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বৈশ্বিক আর্থিক এবং জ্বালানি বাজারকে আক্রান্ত করবে।’ রুশ দূত সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রও আক্রান্ত হবে আর সাধারণ আমেরিকানরা দ্রব্যমূল্য বাড়ার মধ্য দিয়ে এর পরিণতি অনুভব করতে পারবে।

বিশ্লেষকরা বলে আসছেন, রাশিয়ার ওপর আমেরিকার অর্থনীতির নির্ভরতা তুলনামূলকভাবে কম। তবে প্রেসিডেন্ট বাইডেন নিজেই স্বীকার করে নিয়েছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর প্রভাব নিজেদের দেশের জ্বালানি মূল্যের ওপর পড়বে।

পূর্বে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমেরিকান জনগণকে বুঝতে হবে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা কোনও দিন মূল্য ছাড়া হয় না। আমি বলবো না এটা ব্যাথাহীন হবে।’

মন্তব্য ( ০)





  • company_logo