• বিশেষ প্রতিবেদন

চাটমোহরে জনপ্রিয় হচ্ছে পলিথিন শেড বীজতলা

  • বিশেষ প্রতিবেদন
  • ০১ ফেব্রুয়ারী, ২০২২ ১৮:২৪:১৮

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধানের বীজতলা "কোল্ড ইনজুড়ি" হতে রক্ষায় এলাকায় জনপ্রিয় হচ্ছে পলিথিন শেডে বীজতলা। এ পদ্ধতিতে বীজতলা করায় একদিকে যেমন চারা পচন হতে রক্ষা পাচ্ছে অন্যদিকে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল ও ফসল মৌসুম। যার ফলে কৃষক পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পলি শেডে বীজ উৎপাদনের আধুনিক এই কৌশল। 

এ জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে এই পদ্ধতিতে বীজতলা করতে কৃষকদের উদ্ধুদ্ধ করে যাচ্ছেন। এ পদ্ধতি সম্পর্কে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান জানান, গত বছর বোরো মৌসুমে চাটমোহরের মথুরাপুর গ্রামের ৭৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সরকারি ব্যবস্থাপনায় "সমলয়" এ বোরো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখানে ট্রেতে পলিথিন শেডে আবৃত করে বীজতলা করা হয়। এতে করে ভালো মানের চারা উৎপাদন হওয়ায় কৃষকরা এবছরও পদ্ধতিটি ধরে রেখেছে।

কৃষক ইউসুব আলী বলেন, পলিথিন শেডে ঢেকে বীজতলা করায় চারা রোগ ও পচন হতে রক্ষা পাচ্ছে। চারার বৃদ্ধিও দ্রুত হচ্ছে। এতে করে চারা নষ্ট কম হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ বলেন, কৃষকরা আধুনিক এ পদ্ধতির সুফল পেয়েছেন বলেই পদ্ধতিটি ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে ধানের চারা সতেজ থাকে, রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে। এ জন্য চাষী ফসলও দ্রুত ঘরে তুলতে পারে।

মন্তব্য ( ০)





  • company_logo