• বিশেষ প্রতিবেদন

ইন্টারন্যাশনাল সামিট অন সফট স্কিলস ফর সাসটেইন্যবল ক্যারিয়ার অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিবেদন
  • ১০ জানুয়ারী, ২০২২ ১৪:০১:২৩

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সফট স্কিল নিয়ে কাজ করা প্রতিষ্ঠান  Soft Skill Development Center–SSDC গত ০৭ জানুয়ারী থেকে ০৯ জানুয়ারী  ‘Soft Skills for Sustainable Career Success-2022’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলো। সম্মেলনটি সম্পূর্ণ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে যা সকলের জন্য রেজিস্ট্রেশন সাপেক্ষ্যে উন্মুক্ত। উক্ত সম্মেলনে কর্মজীবনে স্থায়ী এবং টেকসই সফলতা অর্জন প্রক্রিয়া ও পদ্ধতি-র জন্য সফ্ট স্কিলের গুরুত্ব তুলে ধরা হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে সম্মেলনটি সম্পূর্ণরূপে অনলাইনে অনুষ্ঠিত হয়। গত ০৭ জানুয়ারী ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে তিন দিনে সর্বমোট ১৭টি ক্যরিয়ার বিষয়ের উপর সেশন  অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ সহ ৭টি দেশের স্পিকাররা তাদের knowlege ও Experience share করেন। 

উদ্বোধনী পর্বের আলোচ্য বিষয় ছিল ‘Finding Purpose to make Career Choices’ । প্রধান অতিথি হিসেবে ছিলেন Quazi M. Ahmed, Chief Advisor, SSDC, Founder & President, BOLD, বিশেষ অতিথি হিসেবে ছিলেন Ranjan D Silva, CEO Success Coach and Team Leadership Transformational Specialist, Peak Performance Coach & Business Collaborator, SriLanka এবং K.M. Hasan Ripon, Advisor SSDC, Executive Director, BSDI, Principal, Daffodil Polytechnic Institute অধিবেশন সভাপতিত্ব করেছেন Rahi Khandaker, Co-Founder & Consultant, SSDC, Lead Consultant, 7W Consulting, Australia এবং উদ্বোধনী পর্বের শিখন বিষয়ক (সর্বমোট ৫টি)  অতিথি এবং আলোচকগণ হলেন- Priya Jain, Psychologist and NLP Practitioner, India ; Engr. M Jakir Ahmmad, EC Member at PCAB; Biplob Kanti Das, Deputy Director, CCD, Green University; Mahesh Sharma, Corporate Leader, Air-Force Veteran, Learning & Organization Development Specialist, India; Maruf Billah, Senior Manager, Training & Development, Asrotex Group । 

অনুষ্ঠানের উদ্বোধন করেন Dr. Md. Shaiful Islam, Founder & CEO, SSDC এবং সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন Mohammad Shamsad Ahmed, Chief Operating Officer (COO), SSDC । 

দ্বিতীয় দিনের শিখন বিষয়ক (সর্বমোট ৬টি) অতিথি এবং আলোচকগণ ছিলেন- Dr. Muthmainnah, Assistant Professor, Universitas Asyariah, Indonesia; Zia Uddin Ahmed, Guest Secretary and Trustee, My Beautiful Life; GM Adol, Entrepreneur, Co-owner, Amar Pirojpur.com; Syed Rafiqul Hossain, Storyteller & Banker, Mutual Trust Bank; Atif Siddiqui, Life Coach, Educationalist and HR Professional, Pakistan; Md. Fakruddin Asif, Founder, Lead with Fakruddin Asif । 

তৃতীয় দিনের আকর্ষণীয় পর্ব– Career Talk with Industry Expert এ উপস্থিত ছিলেন Md. Anwar Morsalin, Advisor SSDC, CEO, Gaco Pharmaceuticals, Founder, Career Chapter এবং S.M. Arifuzzaman, Advisor SSDC, Director, Strategic Finance & Investment Ltd., Chief Strategy Officer & Head, School of Business, Canadian University of Bangladesh; 

সমাপনী পর্বের আলোচ্য বিষয় ‘Importance of Emotional Intelligence in Career’ । যেখানে রেজিস্ট্রেশানকৃত সকল স্টুডেন্ট ও প্রফেশনাল সরাসরি এক্সপার্টদের Career Planning & Guideline বিষয়ক তাদের জিজ্ঞাসা জানিয়েছেন । প্রধান অতিথি হিসেবে ছিলেন Dr. Atiur Rahman, Poor People Economist, Former Governor of Bangladesh Bank, যিনি সাসটেইন্যবল ক্যারিয়ার সাকসেস এর জন্য সফট স্কিলস এর গুরুত্বারোপ করেন; বিশেষ অতিথি হিসেবে ছিলেন John Asiegbu, Africa’s EQ Expert, Consultant, International Speaker & Author এবং Md. Musharrof Hossain, President, Federation of Bangladesh, Human Resource Organizations (FBHRO), Former President, APFHRM & BSHRM । সমাপনী পর্বের শিখন বিষয়ক (সর্বমোট ৪টি) অতিথি এবং আলোচকগণ ছিলেন- Prarthana Liyange, Learning Facilitation Manager & Councillor, Sensi Lanka (pvt.) Ltd., SriLanka; Usha Ranjan, Founder & CEO, Usha International Co., Japan; Iram Saba, Founder and Consultant, Saba Consultancy, Pakistan; Mohammad Zasim Uddin, Professor, Department of Botany, Dhaka University । 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন Dr. Md. Shaiful Islam, Founder & CEO, SSDC এবং সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন Engr. Zahid Ahsan, Convenor, International Summit: Soft Skills for Sustainable Career Success-2022 । 

ভার্চুয়াল সামিট’টি সার্থকভাবে আয়োজনে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন SSDC এর-ই ‘স্বেচ্ছাসেবক, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর গণ’। 

সামিটটি আয়োজনে চুয়েট ক্যারিয়ার ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট(সিসিডি) এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সহযোগি প্রতিষ্ঠান হিসেবে  অংশগ্রহন করে এবং CNI মিডিয়া পার্টনার হিসেবে ছিল। 

আয়োজক প্রতিষ্ঠান SSDC মনে করেন এই ভার্চুয়াল সামিট’টি  বাংলাদেশে সফট স্কিল জগতে নবমাত্রা সঞ্চার করবে। তরুণ প্রজন্ম এ-প্রয়াস সাদরে গ্রহণ করবে বলে আয়োজকরা মনে করেন।

মন্তব্য ( ০)





  • company_logo