• অপরাধ ও দুর্নীতি

নীলফামারতে স্ত্রীকে হত্যার দ্বায়ে স্বামীর মৃত্যুদন্ড 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২০:৩৯

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্ত্রী সুমি আকতার(২০) হত্যা মামলায় স্বামী আলমগীর হোসেনের(২৪) মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুরে(২১সেপ্টেম্বর) আসামীর উপস্থিতিতে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক মো. মাহবুবুর রহমান। এই মামলায় অন্য ছয় আসামীকে বেকসুর খালাশ দিয়েছে আদালত। তারা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বাবা-মা, বোন, চাচা ও ফুফু। দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মামলা সুত্র জানায়, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের খতিবর রহমানের মেয়ে সুমি আকতারকে প্রেমের সম্পর্কে বিয়ে করেন আলমগীর ২০১৪সালের ২৫ডিসেম্বর বিয়েতে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন শ্বশুড়। এর মধ্যে অটো কেনার জন্য এক লাখ টাকা
পরিশোধও করা হয়।

যৌতুকের বাকি ৫০ হাজার টাকা পরিশোধের জন্য প্রায় মারধোর নির্যাতন করতো জামাতা আলমগীরসহ শ্বশুড় বাড়ির লোকেরা। এরই মধ্যে ২০১৬সালের নয় সেপ্টেম্বর রাতে সুমিকে মারধোর করে শরীরের আগুনের ছ্যাকা দিয়ে হত্যা করেন জামাতা ও শ্বশুড় বাড়ির লোকেরা। এ ঘটনায় সুমির বাবা খতিবর রহমান ডিমলা থানায় জামাতা আলমগীর
হোসেন, বাবা সিরাজুল ইসলাম, মা আনোয়ারা বেগম, বোন শিল্পি বেগম, চাচা ওবায়দুর রহমান, জিয়াউর রহমান জিয়া ও ফুফু রওশন আরা বেগমকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭সালের ৩০এপ্রিল ছয়জনকে অব্যাহতি দিয়ে জামাতা আলমগীরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি)।

মন্তব্য ( ০)





  • company_logo