• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একটি ১২ তলা ভবন ধসে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা

  • আন্তর্জাতিক
  • ২৪ জুন, ২০২১ ১৭:৫৫:৪৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে।

উত্তর মায়ামি সৈকতের সার্ফসাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন থেকে ধসে পড়া অংশের বিশাল অংশ ঝুলে রয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। মায়ামি-ডেইড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধারের জন্য ঘটনাস্থলে ৮০টি যান তারা পাঠিয়েছে। পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে।

ধসে পড়া ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, ‘দালানটি কেঁপে উঠেছিল এবং তখন আমি জানালা দিয়ে বাইরে তাকাই, এরপর আপনি এটা আর দেখতে পেলেন না।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছি এটা ঝড় বা এই জাতীয় কিছু আসছে। যখন ধুলো সরে যায়, ভবনের দুই তৃতীয়াংশ গায়েব হয়ে গেছে। এটা মাটির সাথে মিশে গেছে।’

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

ভবনটির নাম চ্যামপ্লাইন টাওয়ার্স। এতে ১০০টিরও বেশি সৈকত সংলগ্ন অ্যাপার্টমেন্ট ছিল।

মন্তব্য ( ০)





  • company_logo