• স্বাস্থ্য

ভ্যাকসিন তারকার স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক

  • স্বাস্থ্য
  • ০৪ জুন, ২০২১ ১১:৫২:০৬

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারাকে 'ভ্যাকসিন তারকা' হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। জি-৭ গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। জি-৭-এর সভাপতি হিসেবে যুক্তরাজ্য সরকার গত বুধবার গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিট আহ্বান করে। ভ্যাকসিনগুলোর প্রতি আস্থা তৈরি ও তা বজায় রাখতে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাত থেকে বৈশ্বিক বিশেষজ্ঞদের একত্র করা হয়। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, যেসব দেশে জনগণ আগ্রহ নিয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন বা ইতোমধ্যে টিকা নিয়েছেন, সেসব দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা বিষয়ে লেখাপড়া করেছেন ডা. জারা। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে তার কাজের বিষয় তুলে ধরা হয়েছে। তবে তার কাজের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ সেবা পেয়েছেন। ভ্যাকসিন তারকা হিসেবে একমাত্র তিনি স্বীকৃতি পেয়েছেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদরোস আধানম গেব্রিয়েসুস বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে সফল হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo