• স্বাস্থ্য

গোপালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • স্বাস্থ্য
  • ৩১ মে, ২০২১ ১৬:৩৬:৪৬

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ গোপালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস কাম্পেইন ২০২১ অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১মে) সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক প্রমুখ। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। 

৬ মাস থেকে ৬ বৎসরের বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী, তিনি আরো বলেন শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না। 

৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে  ৬ বৎসর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১উপলক্ষ্যে  সোমবার সকালে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ সব তথ্য জানান তিনি।  তিনি বলেন, স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo