• স্বাস্থ্য

মধুখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ 

  • স্বাস্থ্য
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৬:০৮:০১

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের  মধুখালীতে মৌসুমী ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বর্তমানে মধুখালী সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন  আছেন পৌরসভার শ্রীপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ শহিদুজ্জামান (৫২), উপজেলার কোরকদি ইউনিয়নের বামুন্দীবালিয়াকান্দী গ্রামের সুকুমার মন্ডলের স্ত্রী জরি মন্ডল(৩০), বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের সাব্বিরের স্ত্রী হালিমা(১৮), কাদিরদী গ্রামের সোহাগের শিশু কন্যা ফারিয়া(৪.৫), পৌর সভার মেছড়দিয়া গ্রামের তোফাজ্জেলের শিশুপুত্র ইয়াসিন (১৩ মাস) ।

মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার জানান গরমের  কারনে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। মৌসুম হলেও  বতর্মানে  ডায়রিয়া  নিয়ন্ত্রনে আছে। আমাদের সকল প্রস্তুতি আছে সেবা দেওয়ার মত।  প্রতিদিন গড়ে ৮/১০ জন ডায়রিয়ায় আক্রান্ত  হয়ে  হাসপাতালে ভর্তি হচ্ছেন। এপ্রিল মাসে ১শ ৮৭ জন ডায়রিয়ায় আক্রন্ত  হয়ে হাসপাতালে  চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৫/৬ জন চিকিৎসাধীন আছেন। 

পার্শ্ববর্তী উপজেলা গুলো থেকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিতে  আসেন  এ হাসপাতালে।

মন্তব্য ( ০)





  • company_logo