• তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ

ক্লাউড কম্পিউটিং যে জন্য এতটা গুরুত্বপূর্ণ

  • তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ
  • ০৯ এপ্রিল, ২০২১ ১৪:১০:৩০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনে যখন নতুন যায় তখন Computer and Network Equipment Introduction Class নিচ্ছিল একজন চীনের অধ্যাপক।

উনি আমাদেরকে Modern and Ancient Computer এর বিষয়গুলো বুঝাচ্ছিলেন পাশাপাশি বিভিন্ন Networking Equipment সম্পর্কে ধারণা দিচ্ছিলেন।

হঠাৎ করে উনি সবাইকে জিগ্যেস করে বসলেন তোমরা যারা ল্যাপটপ ব্যবহার করো কাদের ল্যাপটপ এ ডিভিডি ড্রাইভ আছে হাত উঠাও।

আমরা বেশ কয়েকজন ওঠালাম হাত, তারপর উনি বলল, এই যে তোমরা এখনো যে ল্যাপটপগুলো ব্যবহার করছো এইগুলো কিন্তু পুরাতন শিক্ষা। বর্তমানে এখন শুধুমাত্র ফ্ল্যাশ ড্রাইভ চলছে, এই ফ্ল্যাশ ড্রাইভও শিগগিরই বাতিল হয়ে সব Cloud Based হয়ে যাচ্ছে। আমাদের চীনেই চলছে এটা।

ইতোমধ্যে তোমরা Tencent, Alibaba Cloud এর দিকে তাকাও পাশাপাশি চীনের সরকারি Cloud Project গুলো সম্পর্কে জানার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে শিগগিরই এই ফ্ল্যাশ ড্রাইভ এরও সময় শেষ হয়ে যাচ্ছে। 

সামনেই আসছে Cloud Data'র সময়কাল। 

তোমরা তোমাদের ডিভাইসগুলো দ্রুত আপডেট করে নিবে। সময়ের সাথে তাল মিলাতে হলে নিজেকে আপডেট করা ছাড়া উপায় নেই। 

শুধুমাত্র একটা User ID, Password দিয়ে তোমার সব ডাটা যদি পেয়ে যাও অযথা একটা হার্ড ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে কেন মানুষ ঘুরবে? 

Cloud Computing, Big Data এই জিনিসগুলোর জায়গায় দখল করে নিবে।

তখন বুঝেছিলাম আসলেই ক্লাউড কম্পিউটিং কতটা গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশে এখন পর্যন্ত অনেকগুলো ডাটা সেন্টার তৈরি করা হয়েছে এরমধ্যে সব চেয়ে বড় যেটা সেটি তৈরি করেছে চীন।

এইগুলোতে আমাদের সাধারণ জনগণ নিজেদের ডাটা রাখার মত ওয়েব পোর্টাল তৈরে করে দিলে সবাই ডাটা আদানপ্রদান করতে অনেক সুবিধা ভোগ করবে। 

আশাকরি কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবে।

মন্তব্য ( ০)





  • company_logo