• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

করোনায় উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা নীলফামারী, নেই স্বাস্থ্য বিধি মানার বালাই 

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ০১ এপ্রিল, ২০২১ ১৭:৫৬:৫৬

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ দ্বিতীয় ঢেউয়ে মার্চ মাসে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষিত হয়েছে উত্তরের জেলা নীলফামারী। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। নেই সামাজিক নিরাপদ দুরত্ব মানা আর মাক্স পড়ার বালাই। কেউ কেউ মাক্স পড়লেও তা শোভা পাচ্ছে থুতনিতে। যাত্রীবাহীবাস, অটোবাইক, রিক্সা, হাট-বাজার, হোটেল রেস্তোরা আর পশুর হাটে কোথাও মানা হচ্ছে না সামাজিক নিরাপদ দুরত্ব। নেই হাত ধোয়ার কোন ব্যবস্থা।

এসব কারনে নীলফামারীকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ইতোমধ্যে ঘোষনা করেছে স্বাস্থ্য বিভাগ।

গত জানুয়ারী মাসে করোনা রোগী শনাক্ত হয় ১৯ জন, ফেব্রুয়ারীতে তা কমে নেমে আসে আটজনে। মার্চ মাসে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়া, দর্শনীয় স্থানগুলো উম্মুক্ত করে দেয়া, স্বাস্থবিধি না মানার প্রবনতা ও মাক্স পড়ার ক্ষেত্রে সিথিলতার কারনে চারশ’৩৮জনের নমুণা পরীক্ষা করে ৬১জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে তিনজন।

নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, করোনা নিয়ন্ত্রনে আনতে ইতোমধ্যে ৬০হাজার ডোজ প্রয়োগ করা হয়েছে। আরও ১২হাজার ডোজ প্রয়োগ করা হচ্ছে। যেভাবে উচ্চহারে সংক্রমনের হার বাড়ছে তা নিয়ন্ত্রনে আনতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

মন্তব্য ( ০)





  • company_logo