• তথ্য ও প্রযুক্তি

এবার মঙ্গলে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৩ মার্চ, ২০২১ ১৬:২৮:৫৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: বর্তমান সময়ে মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গল মিশনে বিশ্বের যে কোনো দেশের কাছে আপাতত চ্যালেঞ্জ হচ্ছে পৃথিবী থেকে সাত মাসের দূরত্ব পেরিয়ে গ্রহটিতে পৌঁছালেও সেখানকার তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে সক্রিয় থাকা প্রায় অসম্ভব। এমনকি মঙ্গলের এবড়ো খেবড়ো পৃষ্ঠে নিরাপদে অবতরণের বিষয়টিও রয়েছে।

পুরো শীত জুড়ে মঙ্গলের গায়ে থাকে হিমবাহ। বসন্তে সেগুলো একটু একটু করে গলতে শুরু করে। যদিও পৃথিবীর সঙ্গে মঙ্গলের তফাৎ একটাই সেটা হচ্ছে এই বরফ আসলে কার্বন-ডাই-অক্সাইডের তৈরি। অর্থাৎ যাকে বলে ড্রাই আইস বা শুকনো বরফ। বসন্তে যখন মঙ্গলের গায়ে সূর্যের তেজ বাড়তে শুরু করে, তখন বরফের পাহাড়গুলো ভাঙতে শুরু করে ও একটা কালচে বালি বেরিয়ে পড়ে এর তলা থেকে। তবে শীতে এই গ্রহের তেজ আলাদা।

মাইনাস ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো মহাকাশযানের কাজ করা ও সক্রিয় থেকে পৃথিবীতে ছবি পাঠানো কার্যত অসম্ভব। যদিও নাসার সাধের মঙ্গলযান নিরাপদে অবতরণ করেছে মঙ্গলের জেজোরো ক্রেটারে।

এই জেজোরো ক্রেটারের আয়তন ২৮ মাইলেরও বেশি। ওই গোটা এলাকাই জেজোরো ক্রেটার নামে পরিচিত। মঙ্গলের পৃষ্ঠের বেশিরভাগ জায়গাই বেশ কয়েক কোটি বছর আগে কোনো সুবিশাল আগ্নেয়গিরির উদগিরণের ফলে তৈরি হয়। মূলত এই কারণেই লাল গ্রহের পৃষ্ঠে তৈরি হয়েছে বিশালাকার একাধিক গর্ত বা ক্রেটার। এলাকাটি ভর্তি খুব উঁচু উঁচু পাহাড়ে। সমতল সেখানে খুবই কম। ৩০০ কি ৪০০ মিটার অন্তর সুউচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে মঙ্গলপৃষ্ঠে।

তাই যে কোনো মহাকাশযানের অবতরণের জন্য প্রয়োজন অসম্ভব দক্ষতার। নিখুঁত টাইমিং ও সঠিক স্থান নির্বাচন এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। নামার আগে থেকে খুব নিখুঁত ভাবে জায়গাটাকে চিনতে বুঝতে না পারলে যে কোনও সুউচ্চ পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়তে পারে নাসার ল্যান্ডার ও রোভার।

এমনকি তা পাহাড়ের খাঁজে আটকে গিয়ে বিকল হয়ে যেতে পারে মুহূর্তে। নাসার পারসিভিয়ারেন্স সেই বিপদ উতরে গিয়েছে।

এবার পালা চীনের। চলতি বছরের মে মাসে চিনের মঙ্গলযান গ্রহের মাটি ছোঁয়ার কথা। উল্লেখ্য পারসিভিয়ারেন্স সাফল্য পেলেও এখনো প্রতীক্ষা করতে হবে। কারণ মঙ্গলের অত্যধিক শৈত্য এই মহাকাশযানের কার্যক্ষমতা কতটা সক্রিয় রাখতে দেবে, সেখানে প্রশ্ন থাকছে।

এ দিকে ১৯৯০ সাল থেকে একাধিকবার মঙ্গলে নামার চেষ্টা করেছে নাসার মহাকাশযান। প্রায় ছটি মিশন ব্যর্থ হয়েছে নাসার।

মন্তব্য ( ০)





  • company_logo