ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রার্থী নিজ হাতে শিক্ষার্থীদের অভিভাবক নারী ভোটারদের মধ্যে দুই হাজার টাকার নোট বিতরণ করেন। সাথে, খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও করেন তার অনুসারীরা।
ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত পরিচালকের নেতৃত্বে দোষ প্রমাণিত হলে মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। উপস্থিত প্রতিনিধির কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহার করা মানে আচরণবিধি লঙ্ঘন। আমরা দোষ স্বীকারের ভিত্তিতে জরিমানা ধার্য করেছি এবং প্রার্থী ও তার অনুসারীদের কঠোর নির্দেশনা দিয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে।
জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন আরও বলেন, কেউ যদি ভোটারদের হাতে অর্থ বিতরণ করে, তা অপরাধ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী কোনো পক্ষ ছাড় পাবে না।
এ বিষয়ে মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি হ...
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৬ ( বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়া...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম...

মন্তব্য (০)