ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর প্রথম দিনই নারায়ণগঞ্জে এক সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার একটি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
নির্বাচনি সমাবেশ ঘিরে লক্ষাধিক নেতাকর্মীর জমায়েতের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার বিকালে আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠটি পরিদর্শন করেন বিএনপির নেতারা। এ সময় মামুন মাহমুদ ছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন উপস্থিত ছিলেন।
সকালে তারেক রহমান সিলেট সফরে থাকবেন। ফেরার পথে নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দিবেন তিনি। নারায়ণগঞ্জ-১ ও ২ আসন ঘিরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ আসনের প্রার্থীদের বাইরে অন্য আসনের প্রার্থীরাও থাকতে পারেন। লক্ষাধিক নেতাকর্মী উপস্থিতির প্রস্তুতি নিয়েছি আমরা”, বলেন মামুন মাহমুদ। তবে সভা শেষ হতে হতে রাত হয়ে যাবে বলেও জানান তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরকে চিঠি দিয়েছে জেলা বিএনপি।
সড়কপথে আসার কথা থাকলেও প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার আবেদন জানিয়ে রেখেছে দলটি। এ ছাড়া সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তাও চাওয়া হয়েছে।
উনি সড়কপথে আসবেন। তবে প্রয়োজন হলে যাতে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা করা যায়, সেই প্রস্তুতি রাখার অনুরোধ প্রশাসনকে জানিয়েছি”, যোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক।
প্রচারের প্রথম দিনই তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিকালে সংবাদ সম্মেলনে বলেন, “রাতেই বিমানে সিলেট চলে যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন।
পরদিন সকাল থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের সমাবেশ হয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জে আসবেন তারেক রহমান।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন"তারেক রহমানের আগমন উপলক্ষে সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুয...
নিউজ ডেস্কঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে...
নিউজ ডেস্কঃ ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কা...
নিউজ ডেস্কঃ সিলেট আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শ...
পাবনা প্রতিনিধিঃ বিএনপিতে যোগদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচ...

মন্তব্য (০)