ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের সঙ্গে তিন জায়গায় মোসাদের (ইসরাইলি গোয়েন্দা সংস্থা) মিটিং হয়েছে। এমন দলে আমি থাকতে পারি না বলে মন্তব্য করেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুল হক নুর রেজার সেই মন্তব্যের জবাব দিয়েছেন।
নুর বলেছেন, ‘রেজা ভাই একজন শিক্ষিত ও ভদ্র মানুষ হলেও বাংলাদেশের রাজনীতিতে উনি শতভাগ অযোগ্য। রাজনীতিক ও সামাজিক ধারণা উনার নেই। তিনি এলিট শ্রেণির মানুষের সঙ্গে মিশে পার্টি করা ড্রিংকস করায় অভ্যস্ত। বাংলাদেশের রাজনীতি ও সমাজকে বোঝার মতো মানুষ উনি না।’
নুরের এসব কথাকে ‘মনগড়া’ বলে কড়া জবাব দিলেন ড. রেজা কিবরিয়া। নিজের ফেসবুকে একটি ভিডিওবার্তাতে রেজা কিবরিয়া বলেছেন, তিনি ড্রিংকার নন। কোক-স্প্রাইট এগুলো একটু খেলেও তিনি অ্যালকোহল ড্রিংকার না। নুরুর মতো সংকীর্ণ মনের মানুষরাই মনে করে যে, ধনীরা টাকা পেলেই ড্রিংক করে। এটা ঠিক না, সব ধনীরাই ড্রিংক করে না।
ড. রেজা কিবরিয়া আরও বলেছেন, ‘আমার নুরুর সম্পর্কে প্রথমে একটু ভুল ধারণা ছিল। আমি প্রথমে তাকে সাহসী ও ভালো ছেলে মনে করতাম। কিন্তু এই ছেলেটা ভালো না। আমি নিজে তাকে কাছে থেকে দেখেছি, আমার মনে হয়েছে যে তার সাথে চলাফেরা করা উচিত না। প্যালেস্টেনিয়ান রাষ্ট্রদূত তাকে নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলেছে, একজন রাজনীতিবিদ সম্পর্কে কোনো রাষ্ট্রদূত এরকম প্রেস কনফারেন্স করে না।’
নুরু তিন জায়গায় ইসরাইলি এজেন্টদের সঙ্গে দেখা করেছে এমনটা বলে কিবরিয়া বলেন, ‘প্যালেস্টেনিয়ান সিক্রেট সার্ভিস এই তথ্যটা বের করেছে। রাষ্ট্রদূত এও বলেছেন যে এই ধরণের লোক বাংলাদেশের রাজনীতিতে কীভাবে থাকে? আমার ধারণা ছিল সে একদিন দেশের নেতৃত্ব দিতে পারবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সততার দরকার। যে মানুষ সারাদিন মিথ্যা বলে তাকে দিয়ে এই দেশটা চালানো উচিত না।’
রাজনীতিতে টাকা দিয়ে নুরু নষ্ট হয়ে গেছে, এমনটাও মন্তব্য করেন রেজা কিবরিয়া, ‘সে রাজনীতিতে টাকা দিয়ে দিয়ে নষ্ট হয়ে গেছে। সে বলেছে আমরা নাকি এক ক্লাসের না। আমরা কখনো অভাবে ছিলাম না। আমি ভালো চাকরি করেছি আমার বাবাও ভালো চাকরি করেছে। আমার বাবা জাতিসংঘের উপমহাসচিব ছিলেন বিরাট বেতনে চাকরি করতেন। আমি আইএমএফে চাকরি করতাম, সবাই তো আমার ট্যাক্স রেকর্ড থেকেই বুঝতে পারে আমি কতটাকা অর্জন করতাম। ওর কোনো ধারণা নাই টাকা কীভাবে অর্জন করতে হয়। হালাল টাকা উপার্জন করার রেকর্ড তার নাই।’
সবশেষে ড. রেজা কিবরিয়া বলেন, ‘নোংরা পলিটিক্স করা নেতাদের সাথে বসে আড্ডা মারার কিংবা ড্রিংক করার কোনো শখ আমার নেই। যেটাকে সে বলে মানুষের কাছে যাওয়া, এটা কোনো মানুষের কাছে যাওয়া না, এটা হলো নোংরামি পলিটিক্স। যেটাতে সে একটা ওস্তাদ এ বিষয়ে কোনো সন্দেহ নাই।’
নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে ঢ...
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জি...
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ...
নিউজ ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক...

মন্তব্য (০)