ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, আমাদের সময়ের শিক্ষকরা ছিলেন সাধারণ পোশাকধারী-স্যান্ডেল পায়ে স্কুলে আসতেন। তখন বিদ্যালয় গড়ে উঠছে টিনের চাল ও বাঁশের খুঁটিতে। সময়ের সঙ্গে সেই বিদ্যালয় আজ বহুতল ভবনে রূপ নিয়েছে। কারণ সময় বদলেছে, দিন বদলেছে। এখন শিক্ষকতার পরিবেশ, চাহিদা ও দায়িত্ব-সবই পরিবর্তিত। তাই আমি আশা করি, শিক্ষকরা তাঁদের পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা দেবেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার কাঠালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
মুখ্য সচিব আরো বলেন, একই সঙ্গে সমাজ ও স্থানীয় মানুষদের দায়িত্ব হলো-শিক্ষকদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।
সভাপতিত্ব করবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিউজ ডেস্কঃ রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবি...
নিউজ ডেস্ক : সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি&...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর...
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ...
নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

মন্তব্য (০)