ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। বিক্ষোভকারী উসকে দিয়ে তিনি বলেছেন, ‘বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে’। তবে কী ধরনের সহায়তা, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!!! খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তারা বড় মূল্য দেবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকান্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। মিগা!!! — প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।;
ট্রাম্পের ‘সহায়তা আসছে’ মন্তব্যের অর্থ কী, তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে, এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘খুব শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে—যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট যে ‘অনেক, অনেক বিকল্প’ বিবেচনা করছেন, তার মধ্যে বিমান হামলাও রয়েছে। তবে তিনি যোগ করেন, কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ।
এর আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ মুহূর্ত থেকে কার্যকরভাবে, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।’
ইরানে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে সহিংস পর্যায়ে গেছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করছে।
নিউজ ডেস্ক : ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হাজার...
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো...
নিউজ ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক...

মন্তব্য (০)