ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ কাউছার সিকদার।
নিহত নুর কামাল (২৫) একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামের বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করে আসছিল।
এডিআইজি কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
কাউছার সিকদার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
তবে প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত চলতি বছরের এস এস সি পরী...
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-...

মন্তব্য (০)