ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের অন্যত্র বদলির আদেশ প্রত্যাহার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ডা. সুজন সাহাকে শিবচের পদায়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই কর্মসূচি হয়।
আন্দোলনকারীরা জানান, বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির হাতে শিবচরের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দিলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা বলেন, এমন কর্মকর্তার শিবচরে পদায়নে চিকিৎসাসেবা ব্যাহত হবে। স্বাস্থ্য খাত সংবেদনশীল হওয়ায় গুরুতর অভিযোগ থাকা শিবচরের মতো বড় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কর্মকর্তার পদায়ন মেনে নেওয়া হবে না।
এছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিস্ট দোসর হিসেবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা, যা ইতোমধ্যে শিবচরের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারা স্পষ্টভাবে বলেন, কোনো অবস্থাতেই ডা. সুজন সাহাকে শিবচরে জায়গা দেওয়া হবে না।
তারা আরও বলেন, ডা. ফাতিমা মাহজাবীন শিবচরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই চিকিৎসা সেবার মান বৃদ্ধি পায়। হাসপাতালের দালাল দৌড়াত্ব্য নির্মূলসহ স্বাস্থ্য সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন, যা খুবই প্রশংসনীয়। কিন্তু হঠাৎ ডা. ফাতিমা মাহজাবীনকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা শাহিন শিকদার ও পান্নু খলিফা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত চলতি বছরের এস এস সি পরী...
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস...

মন্তব্য (০)