• লিড নিউজ
  • জাতীয়

গণতান্ত্রিক শূন্যতা পেরিয়ে দেশ অংশগ্রহণমূলক নির্বাচনের পথে: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর এখন অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ।

‎সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী পরিবেশ সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে বান্দরবান সফর করেন এবং সফরকালে তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

‎আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ইভেন্ট। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের হৃত ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।’

‎অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে, তাতে শুধু নির্বাচন কমিশনই কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটতে দেব না।’

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা অন্যতম পূর্বশর্ত। পরিস্থিতি সুষ্ঠু থাকলে নির্বাচন ভালো হবে। আর আইনশৃঙ্খলা রক্ষার্থে যেসব বাহিনী কাজ করবে তার মধ্যে প্রধান হচ্ছে পুলিশ। তাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোনো অবস্থাতেই যেন এ নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।’

‎তিনি আরও বলেন, ‘ভোটারদের আস্থা ফেরানো এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে নির্বাচনী পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হলেও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ নির্বাচন আয়োজন সম্ভব।’ ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না এবং ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন কমিশনার। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম...

image

‎হাদি হত্যা মামলা: আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দে...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্...

image

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর প্রধান উপদে...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর সমুদ...

image

‎এলপিজি দাম বেড়েছে ব্যবসায়ীদের কারসাজিতে: জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদে...

image

‎নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস...

  • company_logo