ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো : রংপুরে শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে “মেরিল সুমন”গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার(৩ জানুয়ারি) সকালে পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃত মেরিল সুমনের বয়স ৩৬ বছর।তার পিতার নাম আবু হানিফ। তিনি রংপুর মহানগরীর শালবন এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়,রংপুর মহানগর এলাকায় মেরিল সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট নয়টি মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের বিনিময়ে অপরাধ সংঘটনের অভিযোগে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।
বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সে নতুন করে সক্রিয় হয়ে উঠছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে,নির্বাচনী প্রার্থীদের ওপর হামলা,প্রচারণায় বাধা সৃষ্টি, ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিকল্পনা করছিল মেরিল সুমন ও তার সহযোগীরা।
গ্রেফতার এড়াতে সে ঠাকুরগাঁও জেলায় আত্মগোপনে থাকলেও নিয়মিত রংপুরে এসে নিজের ক্যাডার ও সহযোগীদের সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃমজিদ আলী, জানান,তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।এসব তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ আরও জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাসী, নাশকতামূলক ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।জনগণের জানমাল ও ভোটাধিকার সুরক্ষায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
নিউজ ডেস্কঃ দেশব্যাপী মানবসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে ০৪ জন চোরাকারবারীস...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শ...
নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে য...

মন্তব্য (০)