• লিড নিউজ
  • অর্থনীতি

স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ইংরেজি ২০২৬ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে

শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই এই দাম বৃদ্ধির পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে।

আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মূল্যবান ধাতুগুলো অনেকটাই ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করছে।’

২০২৫ সালে বুলিয়ন বাজারে দুর্দান্ত উত্থানের দেখা মেলে। বছর শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ।

গত বছর সুদের হার কমানো, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা, ভূরাজনৈতিক সংঘাত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির ধারা স্বর্ণের দামের অভূতপূর্ব উত্থানে ভূমিকা রেখেছে।

প্রায় দুই মাস পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো ভারত ও চীনের প্রধান বাজারগুলোতে প্রিমিয়ামে লেনদেন হয়েছে স্বর্ণের। সর্বকালের সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমে আসার পর খুচরা চাহিদা কিছুটা বেড়েছে, যা এর আগে রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে চাপের মুখে পড়েছিল।

মন্তব্য (০)





  • company_logo