• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীর সঞ্চালনায় জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহজাহান কবির সাজু, জুলফিকার আলী টিপু, আহসান পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নূরে আলম জিকু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক, সাবেক ভিপি ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, আপসহীন ও ত্যাগী নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাযায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উক্ত গায়েবানা জানাযা নামাজের ইমামতি করেন চরনিখলা নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

দিনাজপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খাল...

image

পাবর্তীপুরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে ৪জন হতাহত, খানমামায়...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুরে দুই মোটর সাইকেলের...

image

প্রথমবারের মতো নওগাঁর পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে গলদ...

নওগাঁ প্রতিনিধি: গলদা চিংড়ি মাছ মূলত খুলনা অঞ্চলে চাষ হওয়া ম...

image

মাগুরায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জে...

মাগুরা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়ত...

image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা রুবেলের শোক প্রকাশ

দিনাজপুর প্রতিনিধি :  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভা...

  • company_logo