• সমগ্র বাংলা

রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি শক্ত করতে মাঠে জি.এম. কাদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সৈয়দপুর বিমানবন্দরে জি. এম. কাদেরকে স্বাগত জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য সচিব সাজ্জাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম।

স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রংপুরে পৌঁছানোর পর জি. এম. কাদের দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের দল।দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় পার্টি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। আগামী নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি ও রংপুর অঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলেন দলীয় সূত্রে জানা গেছে।

তিন দিনের সফরকালে জি. এম. কাদের রংপুর মহানগর ও জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।এর মধ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা, নির্বাচনী প্রস্তুতি সভা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় রয়েছে।সফরকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় নেতারা জানান, রংপুর জাতীয় পার্টির ঐতিহ্যবাহী ঘাঁটি।এই সফরের মাধ্যমে রংপুরে দলীয় অবস্থান আরও সুদৃঢ় হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা নতুন উদ্যমে মাঠে নামবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বার্ষিক হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সনদ প্রদান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া ...

image

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু, আত্মহত্যার ধারণ...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হ...

image

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ শরিফ ওসমান হাদ...

image

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলে...

পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা...

image

নীলফামারীতে সংবাদকর্মীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি : বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ...

  • company_logo