• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড আমির উদ্দিন মুন্সিরহাট শাখার ম্যানেজার দিদারুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. আবুল বশর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. আবুল বশরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই ভাতিজা মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চারবছর পূর্বে সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় আমার নিজনামে ও আমার দুই ছেলের নামে মোট তিনটি ব্যাংক একাউন্ট খুলি। সম্প্রতি আমার নিজ নামীয় একাউন্ট থেকে ৩৩ হাজার টাকা, আমার মেঝো ছেলে মনসুর আলমের একাউন্ট থেকে ১৮ লাখ ৫ হাজার টাকা ও আমার ছোট ছেলে ইফতেখার আলমের একাউন্ট থেকে ৯৫ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৩৩ হাজার টাকা গায়েব হয়ে যায়। বিষয়টি আমার জানা ছিল না।

গত ১২ নভেম্বর ব্যাংক ম্যানেজার দিদারুল আলম আমাকে ফোন করে আমার মেঝো ছেলেকে খুঁজেন। পরের দিন অর্থাৎ ১৩ নভেম্বর আমি সকাল ১০ টার দিকে ব্যাংকে যাই। ব্যাংকে গেলে ম্যানেজার আমার ব্যবহৃত মুঠোফোন নিয়ে লেনদেনের ওটিপি সংক্রান্ত ম্যাসেজ দেখেন। আমাদের তিনটি একাউন্ট থেকে চলতি বছরের ৯ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট ২৭টি ট্রানজেকশন ট্রানজেকশনের মাধ্যমে ১৯ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ব্যাংক ম্যানেজার  আমাকে জানান।

সবশেষে ১৭ নভেম্বর আমার মেঝো ছেলের একাউন্টে ৬ লাখ টাকা ফেরত আসে আর বাদবাকি ১৩ লাখ ৩৩ হাজার টাকার কোনো হদিস নেই। গত ১৮ নভেম্বর আমি সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করি। সবশেষ ২ ডিসেম্বর আমি ও আমার পরিবারের সদস্যরা ব্যাংকের সামনে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করি। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ভুক্তভোগী মো. আবুল বশর তার সমুূদয় অর্থ ফেরত পেতে স্থানীয় প্রশাসনসহ ব্যাংক সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুপালী ব্যাংক লিমিটেড

সোনাগাজী আমির উদ্দিন মুন্সিরহাট শাখার ম্যানেজার দিদারুল আলম বলেন, প্রথম দিন থেকেই আমরা ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. আবুল বশরকে মামলা করার জন্য পরামর্শ দিচ্ছি। কিন্তু নভেম্বরের ১৩ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি কোনো মামলা করেননি। তিনি আরো বলেন, ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া আইন বহির্ভূত। অথচ গত ২ ডিসেম্বর মো. আবুল বশর ব্যাংকে তালা ঝুলিয়ে দেন।

উল্লেখ্য, তিনটি ব্যাংক একাউন্ট থেকে ১৯ লাখ ৩৩ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ এনে গত ২ ডিসেম্বর সকালে সোনাগাজী রুপালী ব্যাংক লিমিটেড  আমির উদ্দিন মুন্সিরহাট শাখার মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়কে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. আবুল বশর ও তার পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

৩৮ কোটি টাকার খেলাপি ঋণ: কলব্যাক নোটিশের মেয়াদ শেষেও টাকা...

বগুড়া প্রতিনিধি: ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধে চূড়ান্ত কলব্যাক নোটিশের...

image

মাগুরা সরকারি অফিসে অগ্নিসংযোগের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রার অফিসে ...

image

জালিয়াতির অভিযোগে মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের ৩৮ কোটি...

image

ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক : ১৩ বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা এম ইলিয়াস আল...

image

শ্রীপুরে ভেজাল সার কারখানায় অভিযানে ৩০ টন ভেজাল সার ও সা...

 শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভেজাল ...

  • company_logo