• লিড নিউজ
  • জাতীয়

বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

‎বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ তথ্য জানিয়েছে।
‎এতে আরও বলা হয়, এই এমওইউ-এর আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে।

‎এই সহযোগিতায়  ব্যবহারিক   প্রশিক্ষণ, কার্যকরী অভিজ্ঞতা অর্জন ও আধুনিক অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্ল্যাটফর্ম সংক্রান্ত গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা ও প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। এই অংশীদারিত্ব অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে।

‎উক্ত অনুষ্ঠানে বিমান সদরদপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ইউজিসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, এএইউবি-এর কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎গণমাধ্যমে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্...

image

‎বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব...

নিউজ ডেস্কঃ বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ...

image

‎ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ...

image

‎ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন সেনা, নৌ...

image

‎এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

নিউজ ডেস্কঃ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে...

  • company_logo