• বিনোদন

ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেলেও তার বিরুদ্ধে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে তার তিন বোনের অভিযোগ ওঠে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন অভিনেতার বোনেরা।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে ডিপজল লিখেছেন— আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।

এ খল-অভিনেতার ফেসবুক পোস্টের পর তার বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তারা তিন ভাই তিনতলায় থাকে। আমার মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত, তা খাইত।

পারভীন বেগম আরও বলেন, আমার ভাইয়েরা একই বাড়িতে থাকে— তিনতলা, চারতলা ও পাঁচতলায়। কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিছে? দেয়নি। আমার তিন ভাইয়ের এক ভাইও বলতে পারবে না— আমার মাকে ভাত খাওয়াইছে।

তিনি বলেন, আপনারা জিজ্ঞাসা করবেন— আপনার মা ছিল কোন ফ্ল্যাটে? আপনি এত মা ভক্ত, আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে আপনার মা মারা গেছে?

তিনি আরও বলেন, যে ভাই মায়ের জানাজার পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনো দিন বোনদের হক ন্যায্যভাবে দেবে? এটা আশা করা যা-ই না।

পারভীন বলেন, আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। বাবার অংশ যতটুকু পাই, সেটি চাই। যেগুলো সে করেছে তো করেছেই। তিন ভাই ৪০ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে, ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি। ওটা কোর্ট বুঝবে।

দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মাসাৎ উল্লেখ করে ডিপজলের বোন বলেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী, মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি। তিন ভাইয়ের তিন হাজার কোটি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অর্থাৎ প্রতিজনের ৫০০ কোটি টাকার সম্পত্তি।

পারভীন বেগম বলেন, আমি কী ৫০০ কোটি টাকা সম্পত্তি ভাইদের নামে লিখে দেব? ভুয়া দলিল দেখিয়ে বলছে— বোনেরা লিখে দিয়েছে। তিনি বলেন, আমরা এত পাগল না যে, টিপসই দিয়ে তাদের লিখে দেব। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি তার কাছে। এই ৪০ বছর সম্পত্তি বাবদ কোত্থেকে কত ভাড়া নিয়েছে, আমাদের জানা আছে বলেও জানিয়েছেন ডিপজলের বোন।

 

মন্তব্য (০)





image

বাবা হলেন অপূর্ব

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার...

image

আপেল হাতে আবেদনময়ী লুকে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউড সিনেমা ইন্ডা...

image

ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি শেয়ার, কটাক্ষের মুখে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের...

image

অভিনয় ছেড়ে ব্যবসায় সফল, বছরে আয় ৫৫ কোটি

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে দূরে সরে ব্যবসা করে সফল অভিনেত্রী রিয়া চক্রবর্...

image

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু ত্রিধ...

  • company_logo