• লিড নিউজ
  • জাতীয়

‎দূষণ বন্ধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তি গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ প্লাস্টিক দূষণ বন্ধে একটি সুদৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী ও বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তি গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

‎বুধবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ সম্মেলনের (ইউএনইএ-৭) ৭ম অধিবেশনে ‘হাই অ্যাম্বিশন কোয়ালিশন টু এন্ড প্লাস্টিক পলিউশন’— শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

‎এ সময় পরিবেশ সচিব বলেন, প্লাস্টিক দূষণের বাস্তবতা বাংলাদেশ বহু দশক ধরে বহন করছে। জলাশয় ভরাট হওয়া থেকে শুরু করে মাটি ও খাদ্য শৃঙ্খল দূষণ পর্যন্ত সবই হচ্ছে।

‎তিনি আরও বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সেই অভিজ্ঞতা আমাদের একটি সত্য শিখিয়েছে, আর তা হলো— নৈতিক অঙ্গীকার ও শক্তিশালী নীতিমালা থাকলে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবে কাজ করে।

‎ড. ফারহিনা আহমেদ বলেন, বাংলাদেশের জাতীয় উদ্যোগ এখন বৈশ্বিক প্লাস্টিক দূষণ বিরোধী প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

‎তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বৈশ্বিক প্লাস্টিক চুক্তির পক্ষে কাজ করছি, যা উৎপাদন, রাসায়নিক উপাদান, বর্জ্য ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে প্লাস্টিক দূষণকে পুরো জীবনচক্র জুড়ে মোকাবিলা করবে।’

‎বিচ্ছিন্ন জাতীয় উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বলেন, একটি কার্যকর ও বাধ্যতামূলক বৈশ্বিক ব্যবস্থা প্রতিষ্ঠার সর্বোত্তম সুযোগ হলো এই প্লাস্টিক চুক্তি।

‎ড. ফারহিনা আহমেদ আরও বলেন,  ‘আমাদের  এমন একটি চুক্তি প্রয়োজন, যা প্লাস্টিক উৎপাদন হ্রাস করবে, ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণ করবে ও কর্মীদের জন্য ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করবে।’

‎আলোচনায় অগ্রগতির ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা দ্রুততর করতে হবে, বিলম্ব কমাতে হবে, খসড়া আরো স্পষ্ট করতে হবে ও রাজনৈতিক অঙ্গীকার জোরদার করতে হবে।

‎সচিব আরও বলেন, ‘প্রতিটি পর্বে দীর্ঘসূত্রতা মানে আরও একটি বছর অনিয়ন্ত্রিত দূষণ। পৃথিবী তা সহ্য করতে পারবে না, বাংলাদেশও না।’

‎এ সময় পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে এ বৈঠকে উপস্থিত ছিলেন।

‎বুধবার ‘টক্সিক স্কিন ব্লিচিং: আ গ্রোয়িং গ্লোবাল হেল্থ থ্রেট’— শীর্ষক আরেকটি অধিবেশনেও তিনি অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দ...

image

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোত্তম চ...

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প...

image

রাজধানীতে চলন্ত বাসে আগুন

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বা...

image

প্রার্থীর অযোগ্যতা ও নির্বাচনী ব্যয় নিয়ে নানা নির্দেশনা ই...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিক পরিপত্র জারি করে...

image

নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি নেই: প্রেস সচিব

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক...

  • company_logo