• আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চলমান সপ্তাহে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে উদ্ধারকারী দল।

ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও সম্প্রতি অব্যাহত ভারি বৃষ্টির কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে।

উত্তর সুমাত্রা প্রদেশে এ পর্যন্ত ৬২ জন মারা গেছেন এবং ৯৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর ও সামান্য আহত উভয় ধরনের মানুষ রয়েছেন।

স্থানীয় পুলিশ মুখপাত্র ফেরি ওয়ালিনতুকান জানিয়েছেন, কমপক্ষে ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজের কাজ চলছেই।

পাশের পশ্চিম সুমাত্রা প্রদেশে কমপক্ষে ২২ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছেন, জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ওয়ালিনতুকান জানিয়েছেন, বর্তমানে উত্তর সুমাত্রায় মানুষদের নিরাপদে সরানো এবং ত্রাণ পৌঁছে দেওয়াই প্রধান কাজ। তবে কিছু এলাকায় যোগাযোগ ও যাতায়াত বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আবহাওয়া ভালো হলে হেলিকপ্টার পাঠিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হবে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিবোলগা শহরে একাই ৩০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পশ্চিম প্রান্তের আচেহ প্রদেশেও ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। প্রায় ১,৫০০ জনকে আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে একটি ট্রান্সমিশন টাওয়ার ধসে যাওয়ায় তারা ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলতে থাকে, যা সময়ে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে।

কয়েক দিনের মধ্যে সৃষ্ট এক শক্তিশালী মৌসুমি ঝড় এই পরিস্থিতি আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের ধরন ও তীব্রতা পরিবর্তিত হচ্ছে, বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে এবং আকস্মিক বন্যা ঘটছে।

এর আগে, এই মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হন।

মন্তব্য (০)





image

‎আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠ...

image

‎হংকংয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৯৪, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্...

image

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু ‎

নিউজ ডেস্কঃ ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যা...

image

‎বন্যা-ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, ৩০ এর অধিক প্রাণহানি

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যা...

image

‎জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ কর...

নিউজ ডেস্কঃ আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত...

  • company_logo