• সমগ্র বাংলা

বগুড়ায় মাকে না জানিয়েই ভূমিকম্পে নিহত রাফিউলের দাফন সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ঢাকায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহত বগুড়ার মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির (২২) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। বাদ আসর বগুড়া নামজগড় আঞ্জুমান ই গোরস্থানে শায়িত করা হয় রাফিকে।

জানাযায় নামজের সময় নিহত রাফির বাবা ওসমান গণি বলেন, রাফির মা এখনও হাসপাতালে৷ তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। তাকে এখনও রাফির মৃত্যুর খবর জানানো হয়নি।

এ কারণে জানাজার পর একটু সময় নিবো। হয়তো বাদ আসর রাফিকে দাফন করবো। ওর মাকে কিভাবে বলবো তা এখনও বুঝে উঠতে পারছি না। ডাক্তার বলেছে তাকে ৭২ ঘন্টা কোন চাপ দেওয়া যাবে না। আসর পর্যন্ত ওর মাকে জানানোর জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু রাফির মায়ের জ্ঞান না ফেরায় তাকে না জানিয়েই দাফন করতে হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ক্ষমা করবেন।

নিহত রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বগুড়া শহরের খান্দার এলাকায় মিশন হাসপাতালের পাশে ‘রমিছা ভিলা’-তেই তাদের বাড়ি। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিল ছোট। বড় বোন রাইসা বর্তমানে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

রাফির বাবা সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে রাফির মরদেহ শনিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটায় বগুড়ায় আনা হয়।

অন্যদিকে, ভূমিকম্পের সময় ছেলের সঙ্গে থাকা রাফির মা ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টা পর্যন্ত তাকে রাফির মৃত্যুর খবর জানানো হয়নি। শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে মাংস কিনতে বের হলে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাফি নিহত হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পরিচিতদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

মন্তব্য (০)





image

ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩...

বগুড়া প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছরের ...

image

ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ...

image

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলে...

বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ...

image

অচেতন অবস্থায় পড়ে ছিলেন তুষার, চোখ দিয়ে ঝরছিলো রক্ত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তুষার শেখ (৩০) না...

  • company_logo