ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে পুরুষ ও মহিলা রুকনগণ উপস্থিত ছিলেন।
মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, যিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বক্তব্যে তিনি বলেন, রুকনদের সবসময় মনে রাখতে হবে জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয় এটা ইসলামী আন্দোলন। এটা ধারণ করেই আমাদের পথ চলতে হবে। শাহাদাত, রক্ত ও চোখের পানি এই তিনটা শর্ত পূরণ হলে একটা আন্দোলন সফল হয়। জামায়াতে ইসলামী এই তিনটি শর্ত পূরণ করেছে।
তাই আগামীর পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। ইনশাআল্লাহ ইসলামপন্থীরা এবার সংসদে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচন এর জন্য কাজ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
অনুষ্ঠানে আরও জানানো হয়, নতুনভাবে ৮৪ জন পুরুষ ও নারী রুকন শপথ গ্রহণ করেছেন।
রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসনের প্রার্থী আছাদুজ্জামান সোহেলসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছরের ...
বগুড়া প্রতিনিধি: ঢাকায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহত বগুড়া...
বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তুষার শেখ (৩০) না...

মন্তব্য (০)