• বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। 

এদিন ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

জানা গেছে, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের।

এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। আর দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। তারপর দুজনে দুজনের পরিবারকে জানালে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

মাইমুনা মম গণমাধ্যমে বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেটিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতকে।

তবে মুক্তির দিক দিয়ে মমর প্রথম চলচ্চিত্র জুলফিকার জাহেদির সিনেমা ‘কাগজ’। এখন দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মাইমুনা মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। 

অন্যদিকে রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৪ সালে সেই ছবি মুক্তি পায়।কয়েক বছর ধরে শুধু প্রযোজনাই করছেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি।

 

মন্তব্য (০)





image

মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গতকাল...

image

গোবিন্দর পরকীয়া নিয়ে যা বললেন স্ত্রী

নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজা দম্পতি এখন প্রায় প্রতি...

image

কার সঙ্গে বিদেশ ট্যুরে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দা...

image

ঢাকায় কোথায় কবে গাইবেন আতিফ আসলাম, জেনে নিন

বিনোদন ডেস্ক : পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। এ বিষয়ে গায়...

image

জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন লেডি গাগা

বিনোদন ডেস্ক : বিশ্ববিখ্যাত গায়িকা লেডি গাগা তার ক্যারিয়ারের শীর্ষ মুহ...

  • company_logo