• লিড নিউজ
  • জাতীয়

৫৪ বছর ধরে বাংলার মানুষ প্রতারিত হয়েছে: সাদিক কায়েম

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ৫৪ বছর ধরে বাংলার মানুষ প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন। 

‎সাদিক কায়েম বলেন, গত ৫৪ বছর ধরে বাংলার মানুষ প্রতারিত হয়েছে। মানুষের স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি। এজন্য জুলাই বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসা তারুণ্য এ দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত মাঠে থাকবে। প্রয়োজনে তারা আবারও জীবন দিতে প্রস্তুত।

‎তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে যারা জুলাইকে ধারণ করে, ইনসাফ প্রতিষ্ঠা ও তারুণ্যকে ক্ষমতায়ন করতে চায়, জনগণকে তাদের পক্ষেই রায় দিতে হবে।
‎ 
‎ডাকসুর এই ভিপি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে।

‎তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ পেশিশক্তি ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে।

‎ফ্যাসিস্ট হাসিনাকে দায়মুক্তি দেওয়ার অপচেষ্টা চলছে জানিয়ে সাদিক কায়েম বলেন, কিন্তু খুনি হাসিনার রাজনীতি আর এ দেশে হবে না। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং তার দোসরদের বিচার করতে হবে। তাদের রাজনৈতিক অধিকার নেই।

‎ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থিরা। আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই। যে রাজনীতি হবে জনগণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য।
‎ 
‎যশোর জেলা পশ্চিমের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী আব্দুল কাদের এবং যশোর-১ (শার্শা) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।

মন্তব্য (০)





image

‎সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব ন...

নিউজ ডেস্কঃ নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না ...

image

‎পোস্টাল ভোট, নিবন্ধন করছেন ৮ হাজার প্রবাসী

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়...

image

‎দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাভারের বাইপাইল ‎

নিউজ ডেস্কঃ নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই...

image

ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নে...

নিউজ ডেস্কঃ শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন...

  • company_logo