ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ময়মনসিংহের যৌথ উদ্যোগে এক রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রোডশোটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। যথা সময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এমনকি অঙ্গহানির মতো ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে। এসব কারণে মৃত্যুঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।
আলোচকরা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তবে দেশে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তৃণমূলে রোগীরা এখনও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখনই প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে ডায়াবেটিস বিশেষজ্ঞ নিয়োগ জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পলক চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসনা আখি, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুধু চলতি বছরের অক্টোবর মাসেই ঈশ্বরগঞ্জ উপজেলায় আমাদের স্বাস্থ্যকর্মীরা ৫শ ৮১ জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত করেছেন। এটি ইঙ্গিত দেয় যে, ডায়াবেটিস এখন গ্রামীণ এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার (১৩ ন...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র সহতিন আওয়ামী-লীগ ও ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলা (২০...
লালমনিরহাট প্রতিনিধি::খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল।ম...

মন্তব্য (০)