• সমগ্র বাংলা

চুম্বক মামুন’: এক চুম্বকে বদলে গেলো ভাগ্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: চুম্বক হাতে রাস্তার পাশে হেঁটে যাচ্ছেন এক মানুষ—চোখে মনোযোগ, হাতে ঝুলছে দড়ি, দড়ির শেষে বাঁধা চুম্বক। কেউ ভাবতে পারে, কৌতূহলবশত কিছু খুঁজছেন তিনি, কিন্তু এই চুম্বকই তাঁর জীবিকার একমাত্র ভরসা। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ, এখন সবার পরিচিত নাম—‘চুম্বক মামুন’।

অন্যদের চোখে যেসব বস্তু বর্জ্য, মামুন শেখের চোখে সেগুলিই সোনার খনি। ৫০০ গ্রাম ওজনের একটি বিশেষ চুম্বক আর এক টুকরো দড়ির সাহায্যে তিনি দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়ান। রাস্তার পাশে ছড়িয়ে থাকা তারকাঁটা, নাট-বল্টু, পেরেক কিংবা ভাঙা লোহার টুকরো—সবকিছুই তাঁর চুম্বকের টানে ধরা পড়ে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করেন তিনি। এসব লোহা ভাঙ্গারির দোকানে বিক্রি করে মাসে আয় করেন প্রায় ৬০ হাজার টাকারও বেশি।

গত মঙ্গলবারে টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে লোহা সংগ্রহ করতে দেখা যায় তাঁকে। চুম্বক দিয়ে লোহা তুলতে দেখে কৌতূহলী পথচারীরা ঘিরে ধরেন তাঁকে। কেউ ভিডিও তুলছিলেন, কেউবা অবাক চোখে দেখছিলেন তাঁর অভিনব কাজ। মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ কেজি লোহা সংগ্রহ করেন মামুন।

কথা হলে মামুন শেখ বলেন, এই কাজ দেখতে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু আমি এটা ভীষণ উপভোগ করি। দেশের নানা জায়গায় ঘুরি, নতুন মানুষের সঙ্গে পরিচিত হই, নানা খাবারের স্বাদ নেই। এই কাজের মাধ্যমেই জীবনটা উপভোগ করতে পারছি।

তিনি আরও জানান, পাঁচ সন্তানকে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়েই এই পেশায় নেমেছেন তিনি। এতে সংসার চলছে স্বচ্ছলভাবে, পাশাপাশি দেশের মাটিতে পড়ে থাকা লোহা পুনরুদ্ধার করায় পরিবেশও থাকছে পরিষ্কার। যেটা অন্যদের দৃষ্টির আড়ালে থাকে, আমি সেটা সংগ্রহ করে সংসার চালাই। এতে কারও ক্ষতি হয় না, বরং দেশের সম্পদই রক্ষা হয়, বললেন মামুন শেখ।

স্থানীয় হাটবৈরিয়ান এলাকার অটোভ্যানচালক আব্দুল বাছেদ বলেন,“রাস্তায় থাকা তারকাঁটায় গাড়ির টায়ার ফুটো হয়ে যেত। মামুন ভাই এসব লোহা তুলে নেওয়ায় এখন আমাদের অনেক উপকার হচ্ছে।

অন্যরা যেখানে সম্ভাবনা দেখেন না, সেখানে সুযোগ খুঁজে নিয়েছেন চুম্বক মামুন। বর্জ্য থেকে মূল্যবান সম্পদ উদ্ধার করে তিনি প্রমাণ করেছেন— ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই’ শুধু কবিতার পঙ্‌ক্তি নয়, বরং জীবনেরও এক বাস্তব সত্য।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা-বোমা তৈরি সরঞ্জাম সহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন...

image

জলবায়ু অভিযোজনে নতুন দিগন্ত উন্মোচনে পবিপ্রবির ‘ADM-LAB’ ...

পবিপ্রবি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ব...

image

রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ইট...

image

মেলান্দহে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলা...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিএনপির চুড়ান্ত দল...

image

পাবনায় সরকারি সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সার কালোবাজারে বিক...

  • company_logo