• লিড নিউজ
  • জাতীয়

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। 

তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি বলেন, ‘আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।’ 

ভিডিও বার্তায় কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন সময় মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের সব জনসাধারণের সর্বাধিক ভোট তারা যাতে দিতে পারেন, সেই বিষয়টা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচন কমিশন এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলবেন।’    

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভিডিও বার্তায় বলেন, ‘প্রবাসে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিতকল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।’ 

 

মন্তব্য (০)





image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেস...

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় &lsquo...

image

আরও ১৪ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক : আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার...

image

‎বিসিআই সভাপতির সঙ্গে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের ...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ...

image

স্বতন্ত্র হিসেবে নির্বাচনের পরিকল্পনা আসিফের, পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্...

image

পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ...

  • company_logo